গাজী টায়ারসে আগুন
ক্ষতিগ্রস্ত কারখানায় মানুষের হাড়- মাথার খুলি পেলো স্বজনরা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় আগুনে পুড়ে যাওয়া ৬তলা ভবনে ঢুকে হতাহতদের মাথার খুলি, হাড়গোড় পেয়েছেন বলে দাবি করেছেন নিখোঁজদের স্বজনরা। ভবনটিতে পাওয়া মানুষের এসব দেহাবশেষ পরে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে আগুনের ঘটনায় জেলা প্রশাসনের গণশুনানি শেষে কারখানার ভেতরে ঢুকে পড়েন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। তাদের অনেকে ক্ষতিগ্রস্ত ভবনটির তৃতীয় তলা পর্যন্ত উঠে যান। সেখানে তারা মেঝেতে পুড়ে যাওয়া বেশকিছু হাড় ও মাথার খুলি পান।
২৫ আগস্ট লুটপাটের পর রাতে কারখানায় আগুন দেয়ার ঘটনায় নিখোঁজ রয়েছে উপজেলার মৈকুলী গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি শাহাদাত হোসেন। ভাইয়ের দেহাবশেষের খোঁজে জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের সাথে ক্ষতিগ্রস্ত ভবনটির তৃতীয় তলা পর্যন্ত উঠে যান সিনথিয়া। সেখানে একটি মানুষের মাথার খুলি পান তিনি। যার অধিকাংশই পুড়ে গেছে।
এর আগে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কারখানার চত্বরে একটি গণশুনানির আয়োজন করে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে গণশুনানি। এসময় নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনদের সাথে কথা বলেন তদন্ত কমিটির লোকজন। তাদের কাছ থেকে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন।
গণশুনানিতে ৭৮টি পরিবার অংশগ্রহণ করেন বলে জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান।
এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে গণশুনানি চলাকালে স্বজনদের একটি অংশ ক্ষুব্দ হয়ে সামনের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ১০ মিনিট পর তদন্ত কমিটির সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী স্বজনদের নিভৃত করে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করেন।