সংবাদ শিরোনাম ::
কোটা বিরোধেী আন্দোলনকারীদের দখলে সায়েন্সল্যাব, বন্ধ যানচলাচল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা কলেজের মূল ফটকের সামনে ৭ কলেজের শিক্ষার্থীরা মিলিত হয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন। ফলে রাজধানীর মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও ধানমন্ডি ২ নম্বর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, দাবি না আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি মেনে নিতে হবে। সাংবিধানিকভাবে সবার সমান অধিকার নিশ্চিত করেই আমরা ঘরে ফিরে যাব।
শিক্ষার্থীরা আরও জানান, চাকরীতে কোটা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থা। এটা সাময়িক একটি সিদ্ধান্ত ছিলো। যা পরবর্তী সময়ে অন্যায়ভাবে চলমান ছিলো। এর মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা চাকরির ক্ষেত্রে সুযোগ পেয়েছে। আমরা চাই এই কোটা বাতিল করা হোক।