‘কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত’
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন,সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। সোমবার (৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এর আগে সোমবার (৮ জুলাই) দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন ওবায়দুল কাদের। তবে এই বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি।
জানা যায়, দপ্তর সম্পাদকের কক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সেখানে যান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বৈঠকে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চলমান ইস্যুসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে। আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।