সংবাদ শিরোনাম ::
কোটা আন্দোলনে হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন
যশোর অফিস
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে হতাহতের ঘটনার বিচার ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যশোরে মানববন্ধন ও শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
রোববার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় সময় শহরের মুজিব সড়ক এলাকায় সংগঠনের নেতাকর্মীরা এ মানবন্ধন ও শোক মিছিল করে। মানববন্ধনে নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি করে হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন,বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা নেতা জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি কমরেড আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনুসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে এ ঘটনার প্রতিবাদে শহরে শোকর্যালী বের হয়।