কাবাডিতে টানা চারবার চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সোমবার (৩ জুন) মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে টানা চারবারের মতো চ্যাম্পিয়ন হলো স্বাগতিক বাংলাদেশ।
সেমিফাইনালে নেপাল দুর্দান্ত লড়াই করে কেনিয়ার বিপক্ষে জিতলেও বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। সোমবার ম্যাচের কোনো মুহূর্তে নেপাল বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ দিতে পারেনি।
খেলার শুরুতে ১-০ পয়েন্টে এগিয়ে ছিলো বাংলাদেশ। পরে নেপাল ১-১ স্কোর করে লড়াইয়ের আভাস দেয়। এরপর ২-১ স্কোরে এগিয়ে যায় হিমালয়ের দেশটি। এক সময় স্বাগতিকরা ঘুরে দাঁড়িয়ে একের পর এক পয়েন্ট নিতে থাকে।
প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টে বাংলাদেশ এগিয়ে থাকে। বিরতির পরে বাংলাদেশ প্রতিপক্ষকে অলআউট করার সময় স্কোর দাঁড়ায় ২৯-১১ তে। শেষ দিকে এসে বাংলাদেশ অলআউট হলেও ৪৩-২৮ পয়েন্টে নেপাল পিছিয়ে থাকে।