ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসির ফল/ খাতা চ্যালেঞ্জের আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে (১২ মে)। এবছর পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে কাঙ্ক্ষিত ফল না আসে তাহলে তা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। সোমবার (১৩ মে) থেকে শুরু হবে খাতা চ্যালেঞ্জ করার কার্যক্রম। যা চলবে চলতি মাসের ১৯ মে পর্যন্ত।

রোববার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। তিনি বলেন, সোমবার (১৩ মে) থেকে শুরু হবে পুনর্নিরীক্ষণ আবেদন। যা চলবে ১৯ মে পর্যন্ত।

তিনি আরও বলেন, প্রকাশিত ফলে কেউ যদি অসন্তুষ্ট থাকে তাহলে তিনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। আবেদন করার পর বোর্ড খাতা যাচাই-বাছাই শেষে আবেদনটি নিষ্পত্তি করা হবে।

আবেদন যেভাবে করতে হবে : শিক্ষার্থীরা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন নম্বর থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে 16222 নম্বরে Send করতে হবে।

পরে ফিরতি এসএমএস-এ আবেদনের জন্য কতো টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। এতে প্রার্থী সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যে কোনো অপারেটর) লিখে 16222 নম্বরে Send করতে হবে।

ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষার্থী একই এসএমএস’র মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। এজন্য কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC Dha Roll Number <Space) 101, 102, 107, 108। প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট থেকে।

পুনর্নিরীক্ষণে খাতার ৪ বিষয় দেখা যায়: শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এ ব্যাপারে জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলে প্রার্থীর উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। তা হলো-উত্তরপত্রের সব প্রশ্নের নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা। প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা । এছাড়া প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এই চারটি বিষয় পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এ চার ক্ষেত্রে কোনো ধরনের ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসির ফল/ খাতা চ্যালেঞ্জের আবেদন করবেন যেভাবে

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে (১২ মে)। এবছর পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে কাঙ্ক্ষিত ফল না আসে তাহলে তা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। সোমবার (১৩ মে) থেকে শুরু হবে খাতা চ্যালেঞ্জ করার কার্যক্রম। যা চলবে চলতি মাসের ১৯ মে পর্যন্ত।

রোববার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। তিনি বলেন, সোমবার (১৩ মে) থেকে শুরু হবে পুনর্নিরীক্ষণ আবেদন। যা চলবে ১৯ মে পর্যন্ত।

তিনি আরও বলেন, প্রকাশিত ফলে কেউ যদি অসন্তুষ্ট থাকে তাহলে তিনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। আবেদন করার পর বোর্ড খাতা যাচাই-বাছাই শেষে আবেদনটি নিষ্পত্তি করা হবে।

আবেদন যেভাবে করতে হবে : শিক্ষার্থীরা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন নম্বর থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে 16222 নম্বরে Send করতে হবে।

পরে ফিরতি এসএমএস-এ আবেদনের জন্য কতো টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। এতে প্রার্থী সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যে কোনো অপারেটর) লিখে 16222 নম্বরে Send করতে হবে।

ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষার্থী একই এসএমএস’র মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন। এজন্য কমা (,) দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে। উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC Dha Roll Number <Space) 101, 102, 107, 108। প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে অ্যাকাউন্ট থেকে।

পুনর্নিরীক্ষণে খাতার ৪ বিষয় দেখা যায়: শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এ ব্যাপারে জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলে প্রার্থীর উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। তা হলো-উত্তরপত্রের সব প্রশ্নের নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা। প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা । এছাড়া প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এই চারটি বিষয় পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এ চার ক্ষেত্রে কোনো ধরনের ভুল-ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হয়ে থাকে।