‘এডিসের লার্ভা পেলেই জেল-জরিমানা’
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কারোর বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে। সরকারি অফিসসহ সিটি করপোরেশনের কোনো অফিসে লার্ভা পাওয়া গেলে সেখানেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির জনসচেতনামূলক প্রচার অভিযান উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
এসময় ৭২টি ওয়ার্ডে ক্যাম্পেইনের পাশাপাশি ৫৪টি ওয়ার্ডে অভিযান পরিচালনা করার কথা জানান মেয়র। এ সময় তিনি বলেন, মতবিনিময়ের জন্য প্রত্যেক কাউন্সিলরকে ৫০ হাজার করে মোট ৩৬ লক্ষ টাকা কাউন্সিলরদের দেওয়া হচ্ছে।
মেয়র আতিক আরও জানান, ডেঙ্গু জন্ম নিতে পারে এমন জিনিস কিনে নেবে সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় চিপসের প্যাকেট, ডাবের খোসা, পানির বোতল কিনে নিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন।