উপজেলা নির্বাচন/ শেষ হচ্ছে প্রথম ধাপের মনোনয়ন দাখিল
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় সোমবার (১৫ এপ্রিল)। মনোনয়নপত্র জমা দেওয়া যাচ্ছে শুধু অনলাইনে। জামানতের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রার্থীরা জমা দিতে পারবেন।
তফসিল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল। আর মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। এছাড়া আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে ৮ মে।
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ভোট হবে ১৬১টি উপজেলায়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। আর মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এসব উপজেলায় প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট হবে ২১ মে।
চার ধাপে দেশের ৪৮১ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে । তবে বাকি দুই ধাপের তফসিল এখনও ঘোষণা হয়নি।