সংবাদ শিরোনাম ::
উপজেলা নির্বাচনে যাবে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দেয়া এই বিবৃতিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (১৫ এপ্রিল) রাতে দলের স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হয়ে দেড় দশক ধরে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেশ থেকে উচ্ছেদ করেছে। এই সরকারের আমলে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে।