‘ঈদের পর পুরান ঢাকায় চিরুনি অভিযান’

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, পুরান ঢাকায় যারা রাসায়নিক ব্যবসা করছেন, তারা শ্যামপুরে জায়গা নেন। শিল্পমন্ত্রণালয়ে আবেদন করেন। তা নাহলে ঈদের পর চলবে চিরুনি অভিযান। সিলগালা করে দেয়া হবে দোকান সিলগালা।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মেয়র বলেন, পুরাতন ঢাকাকে ঝুঁকিতে রাখা যাবে না। পুরান ঢাকায় ১ হাজার ৯২৪ জন রাসায়নিক ব্যবসা রয়েছে। তাদের প্রতি অনুরোধ শিল্পমন্ত্রণালয়ে আবেদন করেে শ্যামপুরে জায়গা নেন।
তাপস বলেন, নগর পরিকল্পনার কাজ শুরু করা হয়েছে। ঢাকাকে দুর্নীতিমুক্ত করা হয়েছে। এজন্য ব্যাপক জনবল ছাঁটাই করেছি এবং নিয়োগও দিয়েছি।
তিনি আরও বলেন, গণপরিবহন আমাদের জন্য বিষফোঁড়া। কাঁচপুরে বাসস্ট্যান্ড চালু হলে ঢাকার ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার সরানো হবে। সায়েদাবাদ সম্প্রসারণ করা হচ্ছে। সব বাস কাউন্টার সায়েদাবাদ টার্মিনালে হতে হবে।