সংবাদ শিরোনাম ::
আসিফ ও সমন্বয়ক আরিফ সোহেল ৬ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র আরিফ সোহেলকেও রিমান্ডে পাঠানো হয়।
সোমবার (২৯ জুলাই) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার করা মামলায় এই তাদের রিমান্ড মঞ্জুর হয়।
এর আগে, শনিবার (২৭ জুলাই) রাত একটার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। একইদিন রাতে আরিফ সোহেলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেয়া হয়।