আবারও রাজনৈতিক কার্টুন দেখতে চান তারেক রহমান
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
পত্রিকায় নিজের কার্টুন দেখে কার্টুনিস্টকে প্রশংসায় ভাসালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । এ সময় তিনি বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় অত্যন্ত খুশি বলে জানান ।
রোববার( ১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে তিনি এ কথা বলেন ।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেন, ‘ আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে । ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা( খালেদা জিয়া) ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন ।’
‘ গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি । তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ করতে হয়েছে । এছাড়া আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন’, বলেন তিনি ।
পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন । আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম । আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শিগগিরই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন ।’