আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’
- সংবাদ প্রকাশের সময় : ০১:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
আবারও তিনদিনের হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অধিদফতর। রোববার (২৮ এপ্রিল) থেকে এই হিট অ্যালার্ট জারি করা হবে। তবে এই সিলেট দফায় বাদ পড়তে পারে। এর কারণ সেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টির আভাস থাকছে।
এদিকে সারা দেশে চলমান তাপপ্রবাহ ৭৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। জানা গেছে, গত ৭৬ বছরের মধ্যে এবছরই একটানা ২৮ দিন ধরে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ১৯৪৮ সাল থেকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এবছরই সবচেয়ে লম্বা সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছরের ৩১ মার্চ তাপপ্রবাহ শুরু হয়, যা এখন পর্যন্ত চলমান রয়েছে। এর আগে ২০২৩ সালে টানা ২৪ দিন ছিলো তাপপ্রবাহ।
এদিকে, আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।