ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আন্তঃনগর ট্রেন চলবে ১৫ আগস্ট থেকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এর আগে প্রথম ধাপে মালবাহী ট্রেন ও দ্বিতীয় ধাপে লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। রোববার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।

তিনি জানান, মালবাহী ট্রেন চলাচল শুরু হবে সোমবার (১২ আগস্ট) থেকে। এর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলবে লোকাল ও কমিউটার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস বন্ধ থাকবে। এছাড়া সোমবার বিকেল ৫টা থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। সে সময় কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে সেগুলো চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এরপর প্রথম দিনে ঢাকা থেকে ছেড়ে যায় ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল। সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি ঘিরে আবারও সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্তঃনগর ট্রেন চলবে ১৫ আগস্ট থেকে

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

সারাদেশে ১৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। এর আগে প্রথম ধাপে মালবাহী ট্রেন ও দ্বিতীয় ধাপে লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। রোববার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন।

তিনি জানান, মালবাহী ট্রেন চলাচল শুরু হবে সোমবার (১২ আগস্ট) থেকে। এর পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে চলবে লোকাল ও কমিউটার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস বন্ধ থাকবে। এছাড়া সোমবার বিকেল ৫টা থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ১৮ জুলাই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। সে সময় কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বের যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে সেগুলো চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। এরপর প্রথম দিনে ঢাকা থেকে ছেড়ে যায় ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল। সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি ঘিরে আবারও সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।