সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’
রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এণক আর রাজনৈতিক দল নেই, দেউলিয়া হয়ে গেছে। দাঁড়া লুটপাটের রাজনীতিতে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে দানব সরকার চেপে বসে আছে। এই সরকার গণতন্ত্রের ভোটে নির্বাচিত নয়।
রোববার (১৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় বিএনপি আয়োজিত তৈমুর রহমানের স্বরণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নিজের শক্তির উপর নির্ভর করে সরকারকে বাধ্য করতে হবে নির্বাচন দিতে। কোমর সোজা করে আবারও উঠে দাঁড়াতে হবে। তারা (আওয়ামী লীগ) চুরি করতে করতে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আর একশ এগারোটা মামলার আসামি হয়ে এখনো জেলে যাচ্ছি।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নিহতের স্বরনে বিশেষ দোয়া করা হয়।