অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মানের দাবীতে গৌরনদীতে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজনে গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সুজনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-প্রধান শিক্ষক টিএম আলতাফ হোসেন, কুতুব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মনিষ চন্দ্র বিশ্বাস, সুজনের উপজেলা সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সাবেক কাউন্সিলর হোসনেয়ারা বেবী। সুজনের পৌর সভাপতি পলাশ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটিরি সভাপতি এইচএম খায়রুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সুজনের পৌর সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ চক্রবর্তী, মানুষ মানুষের জন্য যুব সংঘের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিমন, সাংবাদিক এইচএম সুমন, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ প্রমুখ।