অভিনয়ে ফিরছেন পপি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
দীর্ঘদিন থেকে আড়ালে এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। সিনেমার কাজ শেষ করেই নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী।
তবে এবার আড়াল থেকে প্রকাশ্যে আসছেন নায়িকা পপি।২০২১ সালে সাদেক সিদ্দিকী পরিচালিত সেই সিনেমাটি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমার মুক্তির খবর শোনা গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন বিরতির পর পর্দায় ফিরছেন পপি। এতে পপির সহশিল্পী নায়ক আমিন খান।
এ বিষয়ে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, আগামী ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে। সিনেমার শুটিং চলাকালীন পপি বলেছিলো বিয়ের পর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে।
সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেশত ছবি দিয়ে অভিনয় শুরু করেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কুলি। এই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন ওমর সানী। ১৯৯৭ সালে ছবিটি মুক্তির পর সুপারহিট হয়।
পপি অন্তরালে থাকায় আটকে আছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরত্চন্দ্র’ সিনেমা দুটি।