সংবাদ শিরোনাম ::
অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
টানা তাপপ্রবাহের পর ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি ঝরছে। তবে বেশিক্ষণ হয়নি বৃষ্টি। বৃহস্পতিবার (২ মে) রাত ৯টার দিকে এই বৃষ্টি হয়।
রাজধানীর সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুরসহ একাধিক এলাকায় বৃষ্টি হয়। এদিনসন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিলো। আকাশে বিদ্যুতও চমকাতে দেখা গেছে।
এদিকে, পূর্বাভাসে বলা হয়, মে মামে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মাসে দেশে ৩ থেকে ৫ দিন কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩ দিন শিলাবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।
আবহাওয়ার পূর্বাবাসে আরও বলা হয়, মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।