সংবাদ শিরোনাম ::
হঠাৎ লগআউট ফেসবুক, কারণ জানালেন জাকারবার্গ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
হঠাৎ করেই লগআউট হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক,মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। কেউ লগইন করতে পারছেন না। অনলাইন বিভ্রাট শনাক্তকারী সাইট ডাউন ডিটেক্টর এ তথ্য জানিয়েছে।
এর আগে অনেকের ফেসবুক আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে অনেক ব্যবহারকারী আইডি হ্যাক হওয়ার শঙ্কায় পড়ে যান।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা ৩৬ মিনিটে ডাউন ডিটেক্টরে তথ্য অনুযায়ী, প্রায় ৭১ শতাংশ ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারছে না।
এক ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে লেখেন, হঠাৎ করেই বের করে দেওয়া হলো। আরেক ব্যবহারকারী লেখেন, লগইন করতে পারছি না।
এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, মজা করুন, সমস্য নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।