রোববার থেকে আবারও বৃষ্টি হতে পারে
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
দেশের ৪২ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে। তবে আগামী রোববার থেকে আবার বৃষ্টি হতে পারে। সেই সাথে কমতে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবার (১৫মে) চলমান তাপদাহ অব্যাহত থাকতে পারে। আগামী শনিবার (১৮ মে) পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। ১৯ মে থেকে আবারও বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
চলতি মৌসুমে পুরো এপ্রিল মাস জুড়েই ছিলো তাপপ্রবাহ। ৬ মে পর্যন্ত বয়ে গেছে তাপপ্রবাহ। দেশের ইতিহাসে একটানা ৩৭ দিন তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড এটি। ৭ থেকে ১২ মে পর্যন্ত ছয় দিন কোথাও তাপপ্রবাহ ছিল না। তবে বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে তাপমাত্রা বেড়েছে।
মে মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি তাপপ্রবাহ এবং এক থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে নিম্ন চাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।