সংবাদ শিরোনাম ::
রোদে লাইন বেঁকে বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত
কুমিল্লা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
কুমিল্লার নাঙ্গলকোটে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে । রবিবার (১৭ মার্চ) দুপুর দেড়টায় তেজের বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।
রেলপুলিশ জানায়, চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয়পুর এক্সপ্রেস’ ট্রেনটি তেজের বাজার পৌঁছালে ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি আলাদা হয়ে ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ৫ জন গুরুতর আহত হয়। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া অথবা চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি গুলোকে সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রোদে অতিরিক্ত তাপে রেললাইন বাঁকা হয়ে যায়। এর ফরে এই দুর্ঘটনা ঘটে।