বাজার মনিটরিংয়ের সময় ব্যবসায়ীকে জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আখাউড়া মোগড়া বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মার্চ) সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় কাঁচা মাল, মুদি দোকান, ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন-আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, থানার ওসি মোঃ নুরে আলম, খাদ্য গুদামের সহকারী উপ খাদ্য পরিদর্শক রিকেশ চন্দ্র দাস প্রমুখ।