দুই ট্রেনের সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
গাজীপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এই তথ্য জানান।
তদন্ত কমিটির প্রধান হলেন-গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান। অন্য দুই সদস্য হলো- গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন ও জয়দেবপুর জংশনের মাস্টার মোঃ হানিফ মিয়া।
এ সময় জেলা প্রশাসক বলেন, ঢাকাগামী যাত্রীবাহী ওই টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটিতে কোন যাত্রী ছিল না। ডাবল লাইন থাকা সত্ত্বেও মুখোমুখি সংঘর্ষ কেন হলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কার গাফিলতির কারণে না টেকনিক্যাল ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক করা। ইতিমধ্যে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৩ মে) বেলা পৌনে ১১টার দিকে জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশের আউটার সিগনেলে কাজীবাড়ি এলাকায় ঢাকাগামী টাঙ্গাইল কম্পিউটার ও বিপরীত গামী তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের ২ ইঞ্জিন ও সাত বগি লাইনচ্যুত হয়। আহত হন দুই ট্রেনের চালক ও দুই সহযোগী। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।