সংবাদ শিরোনাম ::
কুলিক নদী থেকে বালু উত্তোলন, দুই বালু ব্যবসায়ীর কারাদণ্ড
মো. বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো-আকাশ আলী (৩৩) ও রাশেল (২৩)। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এই দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
জানা গেছে, রাণীশংকৈল উপজেলার উমড়াডাঙ্গী কুলিক নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই বালু ব্যবসায়ীকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।