ক্ষতিপূরণের দাবিতে ইনভেস্টরদের বিক্ষোভ- সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
পতিত হাসিনা সরকারের অন্যতম অলিগার্ক লুটেরা কোম্পানি টেকসিটিকে যশোর আইটি পার্ক পরিচালনার দায়িত্ব থেকে অবিলম্বে বিদায় ও বিনিয়োগকারীদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোরের আইটি সেক্টরের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
বেলা ১২টায় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের উত্তর গেটে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে পার্কের গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর বলেন, শুরু থেকেই যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যতম অলিগার্ক (লুটেরা) ওয়াহেদ শরীফের প্রতিষ্ঠান টেকসিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
ওয়াহেদ শরীফ সজিব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয় দিয়ে সরকারের সাথে অসম চুক্তির মাধ্যমে এখনও পার্কটি লুটেপুটে খাচ্ছে। জনগণের করের টাকায় ও বিশ্বব্যাংকের ঋণে তৈরি হওয়া এই সফটওয়্যার পার্কে আয়ের মাত্র ১৮ শতাংশ পায় সরকার। ৮২ শতাংশই লুটে নেয় জয়ের বন্ধু ওয়াহেদ শরীফের টেকসিটি।
অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, পার্কটির ভাড়া যশোরের মধ্যে সর্বোচ্চ হারে নেওয়া হয়। বিদ্যুৎ বিল নেওয়া হয় সর্বোচ্চ বাণিজ্যিক রেটে। বারবার এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কর্ণপাত করা হয়নি। এভাবে ইনভেস্টররা আজ সর্বশান্ত হওয়ার পথে। অবিলম্বে ইনভেস্টরদের ক্ষতিপূরণের ব্যবস্থা ও পতিত স্বৈরাচারের দোসরদের আইটি পার্কের ব্যবস্থাপনা থেকে সরিয়ে দেওয়া না হলে যশোরবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।