জমি সংক্রান্ত বিরোধে মারধর ও হুমকি, প্রতিবাদে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকা জজ আদালতের আইনজীবী ও তার পরিবারের সদস্যের মারধর এবং হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে ফুলতলা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাইদুল ইসলাম সাজু,জহুরুল ইসলাম, ছামিউল হক সাব্বির, মোঃ আব্দুল গোফ্ফার ও মামলার বাদী মোঃ নাজমুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আসামি ওয়াহিদুজ্জামান (ওয়াজ করুনী),রফিকুল ইসলাম কদাই ও মাইনুদ্দিন খাজাসহ সাতজন আওয়ামী সন্ত্রাসী গত ১৯ জানুয়ারি অ্যাভোকেট নাছরীন সুলতানা ও তার মা নাজমা বেগমসহ পরিবারের সদস্যের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় আইনজীবী নাছরীন সুলতানার ছোট ভাই মোঃ নাজমুল হুদা বাদী হয়ে গত ২০ জানুয়ারি মেলান্দহ থানা হত্যার উদেশ্যে মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মানববন্ধনে বাদী মোঃ নাজমুল হুদা বলেন, আমার বোন একজন আইনজীবী তবুও সন্ত্রাসীরা আমার বোন নাছরীন সুলতানা ও আমার মা নাজমা বেগমসহ পরিবারের সদস্যের উপর হামলা চালায়।
আসামীরা জামিনে এসে আমাদের মামলা প্রত্যাহার করতে বলছে। তা না হলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকিতে আমার পরিবার আতঙ্কে রয়েছে। আমরা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূল বিচারের দাবী জানাচ্ছি।