বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বাগেরহাটে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত, ৫টি মটর সাইকেল ও একটি অটো বিক্সাসহ একটি দোকান ভাংচুর করে দোকানটি লুটপাট করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ানের ভিআইপি মোড় নামক স্থানে এতে দুই জন গুরুত্বর আহত হয়েছে। তারা ইউনিয় বিএনপি নেতাকর্মী। সোমবার (৬ জানুয়ানী) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর গুরুত্বর আহত দুই জনকে স্থানিয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুত্বর আহত দুই জন হলেন, আতিয়ার পাইক (৬৬) ও মোঃ শামসুল আলম (৫৩) । বিষ্ণুপুর ইউনিয়ানের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার শেখ রেজাউল করিম রেজার নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী ঢাল শড়কি ও ধারালো দা লাঠি নিয়ে অতকিত হামলা চালায় এতে আমাদের ৫জন নেতা কর্মী আহত হয়।
এদের মধ্যে দুই জন গুরুত্বর আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিন জনকে স্থানিয় চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় সন্ত্রাসীর আমাদের ৫টি মটর সাইকেল একটি অটো গাড়িসহ একটি দোকান ভাংচুর করে দোকানটি লুটপাট করেছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, স্থানিয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের মধ্যে সংঘশের ঘটনা ঘটেছে। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহন করা হরে।