সংবাদ শিরোনাম ::
‘আবু সাঈদের লাশ’
সোলায়মান তুষার
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
কেউ কি ডেকে ডেকে বলবে আবার,
ভাই পানি লাগবে কারও পানি ?
মীর মাহফুজুর রহমান মুগ্ধ,
বেচেঁ আছো জানি তুমি
২০ কোটি বাঙালির হৃদয়ে
হরতালে. মিছিলে, স্বৈরাচার পতন
আন্দোলনে।
প্রতিদিন বলবে তুমি ভাই পানি লাগবে
কারও পানি।
আবু সাঈদ বুক পেতে দেবে রাইফেলের
নলে ।
বাড়ির ছাদে গুলিবিদ্ধ হবে রিয়া,
স্বৈরাচার জন্মাবে কালে কালে।
সামির বুক খান খান হবে ঘরের কোণে,
তোমার-আমার লাশ দাফন হবে গোপনে
গোপনে ।মায়ের সামনে গুলিবিদ্ধ হবে ১৬ বছরের নাঈমা,
রিফাত জীবন দিবে ভাইকে বাঁচাতে।
ভাই পানি লাগবে কারও পানি ?
মীর মুগ্ধ , তুমি থাকবে প্রতিটি মিছিলে।
স্বৈরাচার পতন আন্দোলনে।
আবু সাঈদের লাশ নেতৃত্ব দেবে বিজয়
মিছিলে