পাবনা প্রেসক্লাবের নতুন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক জহুরুল
- সংবাদ প্রকাশের সময় : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
পাবনা প্রেস ক্লাব নির্বাচনে আখতারুজ্জামান আখতার সভাপতি ও জহুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। এসময় নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
এছাড়াও সহ-সভাপতি পদে এসএম আলাউদ্দিন (নয়া দিগন্ত), সিফাত রহমান সনম (ইছামতী), সহ-সম্পাদক মোখলেছুর রহমান বিপ্লব (ইছামতী), অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (আর টিভি), কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার (যমুনা টিভি), ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (গাজী টিভি) নির্বাচিত হয়েছেন।
এর আগে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াদ আলী মৃধা পাভেল (দৈনিক বিবৃতি) এবং দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান শিপন (ডেইলি মর্নিং টাচ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে শাহীন রহমান (চ্যানেল ২৪), মিজানুর রহমান (বৈশাখী), আবু হাসনা আইয়ুব (আজকের ইতিহাস), আরিফ আহমেদ সিদ্দিকী (যায় যায় দিন), রফিকুল ইসলাম সুইট (বাসস), জি কে সাদী, সুশীল কুমার তরফদার নির্বাচিত।