হবিগঞ্জে ১০ লাখ টাকার মাদকসহ তিন মাদক কারবারি আটক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটে ১০ লক্ষ টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার(৬ ডিসেম্বর) রাত সোয়া ১০ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’ র নেতৃত্বে একটি বিশেষ টহলদল গত সোমবার (২ ডিসেম্বর) হতে শুক্রবার ৬ ডিসেম্বর) এর মধ্যে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
আটককৃত বিভিন্ন প্রকারের মাদক দ্রব্য ভারতীয় মদ -১৩৯ বোতল, গাঁজা ১১৭ কেজি,ইয়াবা ট্যাবলেট ৫৮০ পিস,ফেন্সিডিল ১৮ বোতল ও মাদক পরিবহনকারী একটি সিএনজি সহ ৩ জন মাদক কারবারি সহ আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি ও মাদক দ্রব্য সমূহের বিষয়ে থানায় মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনি ব্যবস্থা গ্রহণ করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান, পিএসসি এ বিষয়ে নিশ্চিত করে জানান,বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।