সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অনন্ত সেলিম , বগুড়া
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে মীর এবং রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশনের সামনে থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩পার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর এবং রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকে দুই কেজি গাজা ও ২০ বোতল ফেনসিডিল একটি কাপড় বহনের ব্যাগ এবং একটি স্কুল ব্যাগ নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো-মো: সিরাজুল ইসলাম ও মো: ফজলুল করিম। তারা মাদক ব্যবসায়ীরা পাটগ্রাম টু ঢাকা গামী “পাটগ্রাম এক্সপ্রেস” বাস যোগে ঢাকা যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হন।