বাগেরহাটে গেজেট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
বাগেরহাটে ৯নং রাখালগাছি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে গেজেট প্রকাশ করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) দুপুরে রাখালগাছি ইউনিয়নের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নের সর্বস্তরের নিপীড়িত জনসাধারন। এ সময় দ্রæত গেজেট বাতিল দাবি করেন বক্তারা।
সমাবেশে বক্তৃতা করেন সাবেক ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি মোঃ আরিফ শেখ, বিএনপি নেতা সাইফুজ্জামান বাবু, খান গোলজার আলী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, যুবদল নেতা মিজানুর রহমান রাজোন, গোলজার খান, সেলিম শেখ, মোস্তাকিম বিশ^াস, সোহাগ, শফিকুল ইসলাম, গন অধিকার পরিষদ এর মোঃ পান্নু হাসান, এমডি আসাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাখালগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে করা হয়েছে সে খুনি হাসিনার দোসর, আওয়ামী সন্ত্রাসী, দূর্নীতিবাজ, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হামলাকারী, মাদক সম্্রাট, বিশিষ্ঠ অস্ত্র ব্যবসায়ী, ভ’মি ও জলদস্যু মনিরুল ইসলাম ফারাজী। তার মত একজন লোক কি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পায়। অবিলম্বে এই গেজেট বাতিল করতে হবে। অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। সমাবেশ থেকে গেজেট বাতিল চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইউনিয়ানের শত শত নিপীড়িত সর্বস্তরের জনসাধারন অংশগ্রহণ করেন।
এ ছাড়া গেজেট বাতিল দাবি চেয়ে বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ও গোটাপাড়া ইউনিয়নের শত শত নিপীড়িত জনসাধারন। এ সময় তারা ৪৮ ঘণ্টার মধ্যে এ গেজেট বাতিল দাবি করেন। অন্যথায় রবিবার থেকে কঠোর কর্মসূচির ঘোষনা দেবেন বলে জানান তারা।