টাঙ্গাইলে নূরে জান্নাত মাদ্রাসায় ১৮ ছাত্রছাত্রীকে কুরআন শরীফ হাতে দেওয়া দুই জনকে পাগরী প্রধান
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে এসপি পার্ক সংলগ্ন নূরে জান্নাত মাদ্রাসায় ১৮ জন শিশু শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ হাতে দেওয়া দুই জনকে পাগরী প্রধান ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও শিক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১১ই নভেম্বর) শনিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নূরে জান্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী মোঃ ওসমান গনির সভাপতিত্বে
প্রধান মেহমান ছিলেন মুফতি আশরাফুজ্জামান কাসেমী, মুহতামিম টাঙ্গাইল গোরস্থান মাদ্রাসা।
বিশেষ মেহমান ছিলেন মুফতি আব্দুর রশিদ আল হাবিবি, খতিব বাইতুল আবরার জামে মসজিদ।
মুফতি মনসুরুর রহমান, মুহাদ্দিস আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা। এ সময় আরো উপস্থিত ছিলেন নূরে জান্নাত মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ মাহফুজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নুরে জান্নাত মাদ্রাসা ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ। উক্ত অনুষ্ঠানে নূরে জান্নাত মাদ্রাসায় ১৮ জন ছাত্রছাত্রীকে কুরআন শরীফ হাতে দেওয়া দুই জনকে পাগরী প্রধান ছাত্র-ছাত্রীদের বিদায় এবং সকল ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষামূলক প্রদর্শনের আয়োজন করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান মেহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা ও নূরে জান্নাত মাদ্রাসার জন্য দোয়া করেন দোয়া শেষে নূরে জান্নাত মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।