গোবিন্দগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের নাকাইহাট বন্দরে মুদির দোকানে, মেডিকেল স্টোর ও কাঁচা বাজার আরতে অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীর জরিমানা করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট বন্দরে জাতীয় ভেক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বাজার মনিটরিং ও উর্দ্ধগতি নিয়ন্ত্রনে বিভিন্ন ধারায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
জাতীয় ভেক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযানে নাকাই হাট বন্দরের মুদির দোকান জান্নাতুল স্টোরের সত্ত্বাধিকারী মিঠু মিয়ার ৩৮ ধারায় ৫(পাচঁ) হাজার, সৈকত মেডিকেল স্টোরের সত্ত্বাধিকারী শামীম প্রধানের ৫১ ধারায় ৩ (তিন) হাজার ও কাঁচামাল পট্টির পাইকারী আরতদার সততা ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহীদ আলমের ৩৮ ধারায় ২ (দুই) হাজার টাকা জরিমানা করেন।
বাজারে এমন অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষ ও ভোক্তাদের মধ্যে আনন্দের আমেজ দেখা গেছে। তারা মনে করেন, মাঝে মধ্যে এমন অভিযান পরিচালনা করলে অসাধু ব্যবসায়ীরা পন্যের দাম বেশী নিতে পারবেনা। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখলে ভোক্তাদের হয়রানী ও অর্থনৈতিক ক্ষতি হবেনা।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, বাজার নিয়ন্ত্রনে সরকার বদ্ধ পরিকর ও কঠোর। তাই প্রথম বারের মত ব্যবসায়ীদের সর্তক করা হল। প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলানো না হলে আগামীতে জেল, জমিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।