গভীর রাতে মাদক সেবন, পাবিপ্রবির ৪ শিক্ষার্থী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গভীর রাতে মাদকসেবনের অভিযোগে চার ছাত্রকে হাতেনাতে আটক করেছে হলের শিক্ষার্থীরা। শনিবার (২৬ অক্টোবর) রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বি-ব্লকের ৫ তলার ছাদের ওপর এই ঘটনা ঘটে।
অভিযুক্ত চার শিক্ষার্থী হলো- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাঁধন কুমার চট্টোপাধ্যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদমান রাব্বী ও আসাদ হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের শোভন বিশ্বাস। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে হলে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা সিনিয়র জুনিয়র মিলে হলে পিকনিকের আয়োজন করেন। রাত ১টার দিকে পাঁচজন ছাত্র হলের ছাদে যায় মাদক সেবন করতে।
এরপর রাত দেড়টার দিকে হলের দুইজন শিক্ষার্থী মাদকের গন্ধ পেয়ে ছাদে যান। গিয়ে দেখেন পাঁচজন ছাত্র ছাদে মাদক সেবন করছে। এরপর তাদের ধরতে গেলে নয়ন খান নামে নগর ও উন্নয়ন পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র পালিয়ে যায়। পরে ওই চার শিক্ষার্থীকে হলের ৪২০ নাম্বার রুমে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের অভিযোগটি স্বীকার করেন।