আদমদীঘিতে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সান্তাহার থেকে তিলকপুর গামী রাস্তার উপর থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশের সদস্যরা। রোববার (২৬ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত পিয়াস মন্ডল (৩১) জয়পুর হাট জেলার আক্কেল পুর থানার কাশিরা গ্রামের পালপাড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে। গ্রেপ্তার হওয়া পিয়াসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনের ও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক হযরত আলী বলেন, গতকাল রাতে দায়িত্ব পালন কালে গোপন সংবাদ মাধ্যমে জানতে পাই উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দস্তগীরের ইটভাটা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। তৎক্ষনাৎ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তিলকপুর গামী পাকা রাস্তার উপর থেকে আসামি পিয়াসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চাকু, হাসুয়া, চাপাতি, লোহার রড, কাঠের বাটাম এবং মোটা রশি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত আসামি পিয়াস কে গতরাতে ডাকাতির প্রস্তুতি কালে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করে আজ বিকেলে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।