ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে ‘অবৈধভাবে নির্বাচিত’ যা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত তিনটি নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন, তারা আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে, বর্তমান অন্তর্বর্তী সরকার সে ব্যাপারে বাধা সৃষ্টি করবে।

শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তাদের প্রধান উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। এদিন আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। সংলাপের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খুব শিগগিরই সার্স কমিটি গঠন করা হবে। রীতি অনুযায়ী এই কমিটিতে ৬ জন সদস্য থাকবেন।

এ সময় সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমও সমান্তরালভাবে চলমান থাকবে বলেও জানান বিশেষ সহকারী। সংলাপের বিষয়ে মাহফুজ আলম বলেন, নির্বাচন ও সংস্কার বিষয়েই বেশি কথা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এসব বিষয়ে আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এককভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার প্রধান উপদেষ্টার সাথে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে ‘অবৈধভাবে নির্বাচিত’ যা বললেন প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত তিনটি নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন, তারা আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে, বর্তমান অন্তর্বর্তী সরকার সে ব্যাপারে বাধা সৃষ্টি করবে।

শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তাদের প্রধান উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। এদিন আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। সংলাপের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খুব শিগগিরই সার্স কমিটি গঠন করা হবে। রীতি অনুযায়ী এই কমিটিতে ৬ জন সদস্য থাকবেন।

এ সময় সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমও সমান্তরালভাবে চলমান থাকবে বলেও জানান বিশেষ সহকারী। সংলাপের বিষয়ে মাহফুজ আলম বলেন, নির্বাচন ও সংস্কার বিষয়েই বেশি কথা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এসব বিষয়ে আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এককভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার প্রধান উপদেষ্টার সাথে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেয়।