নীলফামারীতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের স্বারকলিপি প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
নীরফামারীতে এমপিওভুক্ত করার দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসুচী পালন করেছে বৈষম্যের শিকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদ নীলফামারী জেলা শাখা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘন্টাব্যপী মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্ঠার কাছে স্বারকলিপি প্রদান কর্মসুচী পালন করেন তারা।
মানববন্ধ কর্মসূচী পালনকালে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বৈষম্যের শিকার হয়ে আসছে দীর্ঘ ৩০ বছর ধরে। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এই নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষক-কর্মচারীরা এমপিও ভুক্তির দাবীতে শান্তিপূর্নভাবে ঢাকায় সভা-সমাবেশ মানববন্ধন কর্মসুচীও পিপার স্প্রে,জলকামান,টিয়ার সেল, সাউন্ডগেনেট, নির্বিচারে লাঠিচার্জ করেছিল।স্বৈরাচারী সরকার।
এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি এমপিও ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্বেও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরম ভাবে বৈষম্যের শিকার। এসব শিক্ষা প্রতিষ্ঠান স্খাপনের বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর পূর্ন হয়েছে কোন-কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন আবার কেউ-কেউ এমপিও না হওয়ায় রোগে-শোকে মৃত্যু বরণ করেছেন।
শিক্ষা মন্ত্রনালয় প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। কিন্ত দুঃখের বিষয় বিগত সরকার নিবার্হী আদেশে বেশ কিছু সংখ্যাক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শিথিল সর্ত শিথিলপৃর্বক এমপিওভুক্ত করেছে। বর্তমান নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর এমপিও পাওয়ার ক্ষেক্রে প্রয়োজনীয় যোগ্যতা থাকা পরেও এমপিওভুক্ত থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার। এ বৈষম্য থেকে নন-এমপি প্রতিষ্ঠান গুলো এমপিওভুক্ত করার দাবী জানান তিনি।