তেলের ড্রাম বিষ্ফোরনে একজনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
নীলফামারীতে তেলের ড্রাম বিষ্ফোরনে আহত সোহাগ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।
ডোমার থানা ইনচার্জ মহসিন আলী জানান, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি’র একটি ফিলিং স্টেশনের (২৪ জুলাই) বিকালে একটি তেলের ড্রাম নিকেজ হলে নিকেজটি বন্ধ করতে জলিল ওয়েলডিং দোকালে এ বিষ্ফোরণ ঘটে।এ বিস্ফোরনে আব্দুল্লাহ ফিলিংক স্টেশনের ম্যানেজার সোহাগ আলী (৩০) গুরুত্বর আহত হয়।
এ ঘটনাস্থল থেকে চিলাহাটি ফায়ার সর্ভিসসের সদস্যরা আহত সোহাগ আলীকে দ্রুত উদ্ধার করে প্রথমে ডোমার বোরাগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্মরত চিকিৎসক তার অবস্থা বেগতিদক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় রাতে তার মৃত্যুর হয়।
নিহত সোহাগের মরাদেহ ময়না তদন্ত বা আইনী লাড়াই না করার শর্তে নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন তার পরিবার।বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদেশ পাওয়ায় ডোমার থানা পুলিশ সোহাগেড়র মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।