জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন । বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি এই ভাষণ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন ড. ইউনূস।
ভাষণে সেদিন ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া ‘নতুন বাংলাদেশ’ প্রসঙ্গে ড. ইউনূস বলেছিলেন, প্রতিটি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। সেই সঙ্গে দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন।
গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে দেশ সংস্কারের পাশাপাশি অর্থনীতির গতি ফেরাতে দৃশ্যমান নানা পদক্ষেপ নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।