সংবাদ শিরোনাম ::
বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বানভাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও অন্যান্য উপকরণ বিতরণ করেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকী যুব সমাজ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বন্যাদুর্গত এলাকার সহস্রাধিক পরিবারের মাঝে শুকনা খাবার, পানি, বিস্কুট, চাল, ডাল, তেল, আলু, লবণ, শিশুখাদ্য, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, পোশাক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণে অংশ নেন টরকী বন্দরের ব্যবসায়ী সুমন শিকদার, শিক্ষার্থী হীরা সরদার, কামরুল সোহেল, প্রবাসী জামান খান, শিক্ষার্থী মোঃ শাওন, চিরঞ্জিত, মোঃ তূর্য ও মৃদুলসহ ১২জন স্বেচ্ছাসেবী।
অপরদিকে বন্যাদুর্গতদের সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের কাছে উপজেলার কাঁঠালতলী এলাকাবাসী ও টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নগদ ৩৫ হাজার পাঁচশ’ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন।