সংবাদ শিরোনাম ::
টোল প্লাজায় অভিযান, পিকআপে পাওয়া গেলো ১০৪ কেজি গাঁজা
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকবহণকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ মোমিন-(২২) ও মোঃ নয়ন মিয়া-(২০) ।
শনিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ আগস্ট) সকালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশী চালিয়ে ১০৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানার ওসি সফিউল কবির এ বিষয়ে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।