ছাত্র আন্দোলনে আচল নীলফামারী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বষোষিত কর্মসূচী একদফা দাবী আদায়ে আন্দোলনকারীরা জড়ো হয় নীলফামারীর স্বাধীনতা অম্লান চত্বর। এক পর্যায়ে শাসক দলের নেতাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংঙ্খলাবাহিনী আন্ধোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল,সাউন্ডগেনেট ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র-বিএনপি-জামাত-শিবির কর্মীসহ আমজনতার অংশ নিয়েছিল। এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।আন্দোলনের রেষে অচল নীলফামারী।
প্রত্যক্ষর্দীরা বাংলা টাইমসকে জানান, রোববার (৪ আগষ্ট) সকাল ১০টা থেকে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নীলফামারী শহরের প্রবেশদ্বার গাছবাড়ী,আনন্দবাবুর পুল,পিটিআই মোড়, উকিলের মোড়, পৌরমার্কেট, সার্কিট হাউস, চৌরঙ্গী মোড় ও কালিতলা এলাকায় জড়ো হোতে থাকে। বেলা ১১ টার সময় একযোগে শহরের প্রাণকেন্দ্র ও স্বাধীনতা অম্লান চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ পর্যায়ে শাসক দলীয় নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দেলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ডগেনেট ওরবারবুলেট নিক্ষেপ করে।সংঘর্ষে আর ধাওয়া,পাল্টা, ধাওয়ায় উভয় পক্ষের র্ধশতাথিক আহত হয়েছে। এ সময় গোটা শহর রণক্ষেত্রে পরিনত হয়। রাস্তায় সকল প্রকার যানবাহ চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা প্রধান ডাকঘর, পুলিশবক্স, ব্যবসায়ী আসবাপত্র ,জেলা আওয়ামীলীগের কার্যালয় ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের বাসভবনের উঠানে থাকা মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃংঙ্খলা বাহিনী কে প্রায় ৪ ঘন্টা সময় লাগে। এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করঝে।