রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, ২০২৩-২০২৪ অর্থ বছরের এডিপি ও রাজস্ব বরাদ্দে গৃহীত প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা। গৃহিত রাজস্ব প্রকল্পের অনুমোদন সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। ১৫ আগস্ট ২০২৪ জাতীয় শোক দিবস উদযাপন সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। এছাড়াও বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন-তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ, বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দীন, পবা উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড.মো: আব্দুস সামাদ, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান শরিফুজ জামান, দূর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান, চারঘাট উপজেলা চেয়ারম্যান কাজী মাহ্ সুদুল হাসান ( মামুন)।
রাজশাহী জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-১ ( গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ ( মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ ( পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম, সদস্য-১ ( গোদাগাড়ী) আব্দুর রশিদ, সদস্য-২ (তানোর) মো: মাইনুল ইসলাম, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিকুল ইসলাম, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৫ ( দূর্গাপুর) মো: আবুল কালাম আজাদ, সদস্য-৬ ( বাগমারা) মোঃ আবু জাফর প্রাং, সদস্য-৮ (চারঘাট) মো: জনাব আলী, সদস্য-৯ ( বাঘা) মো: মহিদুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, হিসাবরক্ষক আব্দুল মতিন, চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী ফজলে এলাহী সোহেল ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।