মাঝরাতে ঝুট গুদামের আগুন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২২ জুন) রাত ২টা ৩০মিনিটের দিকে লাগা আগুন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ তথ্য জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, শনিবার (২২ জুন) রাত ২টার কিছু সময় পর গাজীপুর সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুট গুদামে আগুন লাগে। ২টা ২০মিনিটের দিকে খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের পরিধি বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো মডার্ণ ফায়ার স্টেশনের দুইটি ও গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুইটিসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
গাজীপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: রুহুল আমিন মোল্লা জানান, মাঝরাতে লাগা আগুন ভোর রাত ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।