বন্ধুর মৃত্যুতে বন্ধু সংগঠনের শোকসভা
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী বন্ধু সংগঠনের আয়োজনে হামিদুল মাইক সার্ভিসের স্বত্বাধিকারী হামিদুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) জেলা পরিষদ ডাকবাংলোয় বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকারের সঞ্চালনায় বন্ধুর স্মৃতিচারণমূলক শোকসভা অনুষ্ঠিত হয়ে। হামিদুল ইসলামের দুই সন্তানও অনুষ্ঠানে উপস্থিত ছিলো।
১৯৮৭ সালের পর বন্ধুদের পরলোকগত বন্ধু হামিদুল ইসলাম, শহীদুল্লাহ হাশমি, ইবাদত আলী, শিক্ষক কবির হোসেন, ফখরুল ইসলাম, আব্দুল মামুন, শিক্ষক আমিনুল ইসলাম,মাহতাব আলী, স্বপন কুমার রায়, জসীমউদ্দীন, শিক্ষক আফতাবুজ্জামান, শরিফা বেগম, শিক্ষক মাহাবুর রহমান, গুলনাহার বেগম, সহকারী অধ্যাপক মহিউদ্দিন তালুকদার লেবু, প্রদর্শক শাহাদত আলী, অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ যেসব বন্ধুদের হারিয়েছে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতি রোমন্থন করেন পুলিশ পরিদর্শক (মতিঝিল থানায় কর্মরত) মো. বেলাল হোসেন, প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান, প্রধান শিক্ষক জাহান্দার হোসেন,মরহুমের বড় ছেলে ইমরান আলী প্রমুখ।
শোক সভায় আরও উপস্থিত ছিলেন-বন্ধু সংগঠনের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী মনোজ কুমার মল্লিক, মোশাররফ হোসেন, বদরুজ্জামান বাদল, ইকবাল হোসেন বিপ্লব,মো.শহিদুল ইসলাম, উত্তম সরকার, ফরহাদ হোসেন , আবু তৈয়ব সালাউদ্দিন তুহিন, জাহান্দার হোসেন, মাহফুজুল আলম ডলার, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম মানিক, আব্দুল মতিন, আহসান হাবীব, নিতাই চন্দ্র, গণেশ চন্দ্র,মাসুদুল ইসলাম হিরু , আফজাল হোসেন , ওবায়দুর রহমান, গোলাম রব্বানী , জাকারিয়া হোসেন তরফদার , তোজাম্মেল হক ,সাখাওয়াত হোসেন , নুরুজ্জামান শাহ,মুক্তার হোসেন চৌধুরী, দুলাল হোসেন মাস্টার, আব্দুস সালাম, মিনু সরকার , মহসিন আলী, শাহনাজ পারভিন পপি,প্রদর্শক হাফিজা খাতুন, মাহবুবা আক্তার লাভলী, শিক্ষক সৈয়দা শিরিন শারমিন রিমি, মাহফুজা বেগম, অম্বিকা চরণ রায়, এরশাদুল বারী (প্রধান শিক্ষক) প্রমুখ উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে বন্ধু সংগঠনের কমিটি পুনর্গঠিত হয় এবং মরহুমের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।