সংবাদ শিরোনাম ::
সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ, মা হাসপাতালে
আবু-হানিফ,বাগেরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এসময় ছেলের মা গুরুত্বর আহত হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র। গুরুত্বর আহত মিনু বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পটুয়াখালী থেকে মোটরসাইকেল যোগে পরিবার নিয়ে যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মাহদেবেরে দোকান নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা হয়। এতে বাবা ও ছেলে দুজনেই ঘটনাস্থলেই মারা যান।