সংবাদ শিরোনাম ::
‘বাংলাদেশ-ভারত বন্ধুত্বের দিগন্ত প্রসারিত হবে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের আগামী দিনের সহযোগিতা হবে ডিজিটাল সহযোগিতা। যা দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে। সম্পর্কের মূল ভিত্তি হবে দু’দেশের যোগাযোগ, বাণিজ্য ও সহযোগিতা।
শনিবার (২২ জুন) দুপুরে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
দু’দিনের সফরে নয়াদিল্লী রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় ও শেষ দিন শনিবার (২২ জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হায়দ্রাবাদ হাউজে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে স্বাগত জানান। এরপর একান্ত বৈঠকে বসেন তারা। একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্ক আগামী দিনগুলোতে আরও উচ্চতায় নিয়ে যেতে দুই প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ জানিয়েছেন।