সংবাদ শিরোনাম ::
‘মিয়ানমার গুলি করলে আমরাও পাল্টা গুলি করব’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার আর্মি দু’পক্ষকেই বলেছি, এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করবো। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতোদূর জানি আরাকান আর্মি আরাকান রাজ্যের অনেক অংশই দখল করে নিয়েছে। আর সে কারণে মিয়ানমারের বর্ডার গার্ড আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে আসছে। তারা মাঝে মাঝে ভুল করে আমাদের টহলবাহিনীর ওপর গুলি করেছিল।
তিনি আরও বলেন, তারা আমাদের জানিয়েছে, আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি। তাহলে সেখানে আর তারা গুলি করবে না।
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার হত্যা মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এর আগেও বলেছি-তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারব না।