সিলেটের বন্যা দেখুন ছবিতে
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
সিলেটের সব নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হইছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ছবিগুলো বুধবার (১৯ জুন) তোলা।
চারদিনের টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বুধবার (১৯ জুন) জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
সিলেট মহানগরীকে দু’ভাগে বিভক্ত করা সুরমা নদীর পানিতে তীরবর্তী ওয়ার্ডগুলোর বাসা-বাড়িসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যার্তদের।
রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় রিকশা এবং সাধারণ গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অনেকের বাসাবাড়ি ও দােকানপাটে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে রাত কাটাচ্ছেন সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কাজ করে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
জেলার তিনটি হাসপাতালে বন্যায় পানি ঢুকে পড়ায় সেখানকার রােগিদের সেবা দিতে ১২৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় বুধবার (১৯ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সিলেট সফরে জানিয়েছেন, প্রধানমন্ত্রী গোটা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্র জানায়, এ সময় সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি সিলেট পয়েন্টে বইছে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে।